বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
বোয়ালমারী পৌরসভার আল হাসান মহিলা মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র সেলিম রেজা লিপন মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদ্রাসার ক্লাসরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
মাদ্রাসার সুপার এমএ কুদ্দুসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি শাহজাহান মীরদাহ পিকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. সামাদ খান, মহিলা কাউন্সিলর হোসনেয়ারা হেনা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক তহমিনা খানম।