ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

১৯ হরিণের চামড়া উদ্ধার
প্রকাশ: রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১, ১১:০১ পিএম  (ভিজিট : ১২৬)
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সুন্দরবনের বাঘের চামড়া উদ্ধারের মাত্র পাঁচ দিনের মাথায় এবার ১৯টি হরিণের চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোÑ জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের ইলিয়াছ হাওলাদার (৩৫) ও বাগেরহাট সদর উপজেলার বেমরতা ভদ্রপাড়া গ্রামের বাসচালক মনিরুল ইসলাম শেখ (৪৮)। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে মনিরুল ইসলামের বসতঘরের পাটাতন থেকে ছোট-বড় মোট ১৯টি হরিণের চামড়া উদ্ধার করে পুলিশ। মনিরুল ইসলাম বাগেরহাট জেলা শহরের ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনৈক ক্যাডারের শেল্টারে সুন্দরবনের হরিণের চামড়া পাচার করে বলে জানা গেছে। শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close