কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার মাত্র ৫ মাসের ব্যবধানে পাওয়া গেছে ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা। মিলেছে, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। শনিবার মসজিদের ৮টি লোহার দানবাক্স খোলা হয়। স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসসজিদ ক্যাম্পাসে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেন গণনার কাজে। ৫ মাসের ব্যাবধানে মিলেছে দানের নগদ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা। এর আগে গত ২৩ আগস্ট দানবাক্সে পাওয়া যায় ১ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ১০৯ টাকা। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাসউদের নেতৃত্বে কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্টেটদের উপস্থিতিতে টাকা গণনা শেষ হয়।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম জানান, মসজিদের আয় থেকে নিজস্ব খরচ মিটিয়েও জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা এতিমখানাসহ গরিব ছাত্রদের মধ্যে ব্যয় করা হয়। টাকা দেওয়া হয় নানা আর্ত-সামাজিক কাজে।