নওগাঁ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প এ দেশে আর কেউ নেই ও দেশের একজন মানুষও মুজিব বর্ষে গৃহহীন থাকবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন শেষে নওগাঁর সাপাহারে ১২০ জন উপকারভোগীদের মধ্যে বাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। খাদ্যমন্ত্রী বলেন, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমিহীন ও গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলেন। যা বিশে^র কোনো সরকার দেখাতে পারেনি। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের হাল ধরে বাংলার জনগণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করছে। এখন মানুষ আর কেউ না খেয়ে থাকে না। কাউকে আর পান্তা ভাত খেতে হয় না। এরই ধারাবাহিকতায় সারা দেশে প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীন ৮ লাখ পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করছেন। এর আগে, কোনো সরকার এটা চিন্তা করেনি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই শেখ হাসিনার যে পরিশ্রম, ত্যাগ ও দুস্থ পরিবারের জন্য আপ্রাণ চেষ্টা করছে আমরা দোয়া করি তিনি যেন সুস্থ থেকে বাংলাদেশকে আরও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারেন।
তিনি বলেন, অনেকে বলেছিলেন পদ্মা সেতু হবে না কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের নিজস্ব টাকায় আজকে পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল চালু করা হবে। ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, করোনার মধ্যে এ পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এখন কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন। ভোক্তারা সহনীয় পর্যায়ে চাল কিনতে পারছেন। এ ছাড়াও করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। এ সময় সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।