তাড়াশে র্যাবের অভিযানে দুইজন ইয়াবা ব্যবসায়ী আটক
শায়লা পারভীন,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি
|
![]() রোববার (২৪ জানুয়ারী) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এবং (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল তাড়াশ উপজেলার তাড়িনীপুর গ্রামের হাটিকুমুরুল-বনপাড়া মহাসড়কে ৯নং ব্রিজের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ ওই দুইজন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|