ব্রাজিলে বাস দুর্ঘটনা, নিহত ১৯
সময়ের আলো অনলাইন
|
![]() আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আনানিনদিউয়া থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বলনিয়ারিও কম্বোরিউয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি ৩ হাজার কিলোমিটার দূররর্তী গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মর্মান্তিক এ দুর্ঘটনার সময় বাসটিতে ৫৩ জন যাত্রী ও দু’জন চালক ছিল। এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটি কি কারণে দুর্ঘটনার কবলে পড়ে তা এখনো জানা যায়নি। এ দুর্ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পুলিশ জানায়, বাসটির চালক অক্ষত রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।
|