মোশাররফ করিম ও রুনা খানের ‘স্বর্ণমানব-৪’
সময়ের আলো অনলাইন
|
![]() পরিচালক আবু হায়াত মাহমুদ এর আগে সিরিজের তিনটি কিস্তি নির্মাণ করেন। এবার তার চতুর্থ পর্ব। টেলিছবিটি চ্যানেল আইতে বিকাল সাড়ে ৫টা, আরটিভিতে দুপুর ২টায়, এনটিভিতে রাত ১১টা ২৫ মিনেট, বাংলাভিশনে পর দিন বিকেল সোয়া ৫টা এবং বৈশাখীতে রাত ১১টায় প্রচার হবে। টেলিছবিতে অন্যান্য ভূমিকায় আছেন জাকিয়া বারী মম, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, রুনা খান, আরফান আহমেদ, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, আমানুল হক হেলাল, সুজাত শিমুল, শহীদউল্লাহ সবুজ, আরিয়া অরিত্রী, খালিদ মাহমুদ ও মাসুদ। |