সারা দেশে টিকাদান শুরু ৭ ফেব্রুয়ারি
সময়ের আলো অনলাইন
|
![]() মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামীকাল (বুধবার) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল (বুধবার) ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। কুর্মিটোলা ছাড়াও আরও ৩-৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে। জাহিদ মালেক আরও জানান, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অপপ্রচার দেখছি না। ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে এসেছি। ভ্যাকসিন নিয়ে এক পক্ষ বিরুপ প্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে মন্ত্রী বলেন, তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না। এছাড়া ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। |