আমার ছেলের ফাঁসি চাই : মা
সময়ের আলো অনলাইন
|
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ছেলের খুনের জন্য আরেক ছেলের ফাঁসি চেয়ে মা জিন্নাত আরা বেগম বলেন, আমার ছেলের ফাঁসি চাই। ও প্ল্যান করে খুন করেছে। আমার বউ মা বোবা (নিহত ভাইয়ে স্ত্রী), কথা বলতে পারে না। তার মাসুম দুই সন্তানের কী হবে? মা বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী। আমি তার ফাঁসি চাই। আমার বড় নাতি ইমন দেখছিল, নিজাম ভাইয়ের পা ধরে বলছিল মাফ করে দাও। কিন্তু সে মাফ করেনি। খুন করে ফেলেছে। পুলিশ জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল।
|