ষ সময়ের বাংলা ডেস্ক
দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। দিনাজপুর নিজস্ব প্রতিবেদক ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো খবরÑ
দিনাজপুর : দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ একই ইউপির ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের পুত্র মামুন হোসেন (৩০) ও মোজামের পুত্র আনোয়ার (৩০)। দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. কামরুল হক ও বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেনÑ সদর উপজেলার আঙ্গারীয়াপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোরসালিন (২১)। আহত ব্যক্তি একই উপজেলার চাঁদলাই এলাকার মৃত সাদিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোরসালিন ও মাসুদ একটি মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে রানীহাটি লাইফ কেয়ার হাসপাতাল এলাকায় পৌঁছলে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোরসালিন সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।