ষ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোভ্যান চালক হামিদুল হত্যার প্রধান আসামি সাইদুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলাকা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে গাইবান্ধা র্যাব-১৩। ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলোÑ গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল মাদারদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলার মৃত গোলে হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও মৃত আশরাফ বেপারির ছেলে হাসিফুল। গাইবান্ধা র্যাব-১৩-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। এদিকে হামিদুল হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার মহিমাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের মহিমাগঞ্জ সোনারপাড়া চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে হামিদুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।