ভ্যাকসিন নিলেন জেমস
সময়ের আলো অনলাইন
|
![]() আজ (১০ ফেব্রুয়ারি) জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জেমসের টিকা নেওয়ার কথা নিশ্চিত করেছেন। রবিন বলেন, জেমস ভাই শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে আজ (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন জেমস।
|