টুইটার বন্ধ করে স্বদেশী অ্যাপ ব্যবহার করবেন কঙ্গনা
সময়ের আলো অনলাইন
|
![]() এ ছাড়া ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। টুইটারের তরফ থেকে একটি টুইট জানানো হয়, সংবাদমাধ্যম, রাজনীতিবিদ, আন্দোলনকারীদের টুইটার অ্যাকাউন্টে হস্তক্ষেপ করবে না টুইটার। ভারতীয় সংবিধান মেনেই মানুষের বাক স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে টুইটার কর্তৃপক্ষ। সেই টুইটকে কেন্দ্র করে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা বলেন, কে বানিয়েছে তোমাকে? তুমি কে? তোমাকে প্রধান বিচারপতি কে বানিয়েছে? একদল মাদকাসক্ত আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছে। টুইটারকে ট্যাগ করে আরও একটি টুইট করেন তিনি। কঙ্গনা লেখেন, তোমার টাইম শেষ হয়ে এসেছে। সময় এসেছে ‘কু’ অ্যাপে জয়েন করার। খুব তাড়াতাড়ি আমার নতুন অ্যাকাউন্ট সম্পর্কে অনুরাগীরা জানতে পারবেন। স্বদেশী অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতার অপেক্ষায়।
|