দুই ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল ২-০ ব্যবধানে। ফলে আগের ম্যাচের বাজে ফিল্ডিং আর এই ম্যাচের বাজে ব্যাটিংয়ের ফল যা হবার তাই হলো। দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে লজ্জাজনকভাবে হারল বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম ইনিংসে ৪০৯ রান করা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট ১১৭ রানে। ২৩১ রানের টার্গেডে খেলতে নেমে মাত্র ১৭ রানে হেরে যায় টাইগাররা। এর আগে, বাংলাদেশ দল প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৯৬ করেছিল।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪০৯/১০ (জসুয়া ডি সিলভা ৯২, একেরুমা বোনার ৯০, আলজারি জোসেফ ৮২, ক্রেক ব্রাথওয়েট ৪৭, জন ক্যাম্পবেল ৩৬; আবু জায়েদ রাহী ৪/৯৮, তাইজুল ইসলাম ৪/১০৮)। ২য় ইনিংস: ১১৭/১০ (এনকেরুমা বোনার ৩৮, জসুয়া ডি সিলভা ২০; তাইজুল ৪/৩৬, নাইম হাসান ৩/৩৪, আবু জায়েদ রাহী ২/৩২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯৬/১০ (লিটন ৭১, মিরাজ ৫৭, মুশফিক ৫৪, তামিম ৪৪; রাহকিম কর্নওয়াল ৫/৭৪, শ্যানন গ্যাব্রিয়েল ৩/৭০)। দ্বিতীয় ইনিংস: ২১৩/১০ (তামিম ৫০, মিরাজ ৩১, মুমিনুল হক ২৬, লিটন ২২;রাহকিন কর্নওয়াল ৪/১০৫, ক্রেগ ব্রাথওয়েট ৩/৪৭, জোমাল ওয়ারিক্যান ৩/২৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী।
দুই টেস্টের সিরিজে উইন্ডিজ ২-০ ব্যবধানে জয়ী।