কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে হত্যা, ৬ জনের ফাঁসি
সময়ের আলো অনলাইন
|
![]() মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মমতাজ উদ্দিন, নজরুল ইসলাম মজনু, আমির হামজা, জাকির হোসেন, জালাল গাজি ও হাসমত আলী। আসামি জালাল গাজি পলাতক রয়েছেন। একই মামলায় নাইনুল ইসলাম নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই আসামিরা কাঠগড়া ভাংচুর করে বিচারককে গালিগালাজ করে। পরে পুলিশ তাদের নিবৃত করে কারাগারে নিয়ে যায়। জানা যায়, ২০১৪ সালের ১৪ জানুয়ারি ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সুলতান মিয়ার বাড়িতে একদল মুখোশধারী গভীর রাতে প্রবেশ করে সুলতান মন্ডল, তার নাতনি রোমানা, আনিকা ও স্ত্রী হাজেরাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সুলতান মণ্ডলের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করেন, যার নম্বর-১০/১০ (ভূরুঙ্গামারী) তারিখ ১৫-০১-২০১৪।
|