‘অশ্রু দিয়ে লেখা এ গান’ এর সুরকার আলী হোসেন মারা গেছেন
সময়ের আলো অনলাইন
|
![]() এর আগে ফুসফুস জটিলতায় সঙ্কটাপন্ন অবস্থায় আলী হোসেনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। ১৯৬৬ সালে ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানটি দিয়ে আলী হোসেনের শুরু। এরপর বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান তার হাত দিয়ে সৃষ্টি হয়েছে। তার মধ্যে রয়েছে, চাতুরী জানে না মোর বধূয়া, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আরে ও প্রাণের রাজা তুমি যে আমার, এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে, ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায় তুলনা খুঁজে না পায়, কে তুমি এলে গো আমার এ জীবনেসহ অসংখ্য জনপ্রিয় গান। ঢাকায় বিভিন্ন বাংলা চলচ্চিত্রের কাজ করার পাশাপাশি উর্দু চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজও করেন আলী হোসেন। ১৯৪০ সালের ২৩ মার্চ কুমিল্লায় এই সঙ্গীত কিংবদন্তীর জন্ম। |