চট্রগ্রামে ই-কমার্স প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হবে আইসিটি
নিজস্ব প্রতিবেদক
|
![]() বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত "ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো" শীর্ষক প্রকল্পের উদ্যোগে চট্রগ্রামে ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্য়তৃতায় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে একের পর এক তা বাস্তবায়ন করছেন। দেশকে ভালবেসে প্রধানমন্ত্রীর প্রচেস্টাকে সফল করতে হবে। চট্রগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান,বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব(রপ্তানি) মো. আব্দু রহিম, চট্রগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট শমি কায়সার।
|