ভাষা শহীদদের প্রতি আইন সমিতির শ্রদ্ধা
আদালত প্রতিবেদক
|
![]() রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার ও আইন সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সমিতির সদস্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন) শেখ গোলাম মাহবুব, পুলিশের এআইজি মাহফুজ মামুন, সুপ্রীম কোর্টের ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ আব্দুস সালাম, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোস্তাফিজুর রহমান, ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচরাক মোঃ আলমগীর হোসাইন, সুপ্রীম কোর্টের এএজি সৈয়দা শবনম মোস্তারি এবং আইনজীবী মিছিল বঙ্গবাসি সহ আরো অনেকে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতি। বর্তমান কার্যকরি সংসদের সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টোর মো. সাজ্জাদ হোসেন ও সাধারন সম্পাদক ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী। |