ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে প্রায় ৫ লাখ
প্রকাশ: সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২০ পিএম আপডেট: ২২.০২.২০২১ ১:২২ পিএম  (ভিজিট : ২২৪)
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রায় পাঁচ লাখ লোক মারা গেছে ।

দেশটিতে লাখ লাখ লোককে করোনার টিকা দেয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আশার আলো দেখা দেয়ার মধ্যেই রোববার মৃতের এ সংখ্যার খবর এলো।

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশংকা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসে ছয় লাখ লোক মারা যেতে পারে।

এদিকে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা এন্থনি ফাউচি এনবিসি’র ‘মিট দ্য প্রেস’কে বলেছেন, এটি ভয়ংকর। এটি ঐতিহাসিক। ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির পর গত ১শ’ বছরের বেশি সময় ধরে আমরা এর কাছাকাছি ধরণেরও কিছু দেখিনি।

ফাউচি আরো বলেন, আপনি সংখ্যার দিকে নজর দিলে হতবাক হয়ে যাবেন। এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য।
রোববার রাতে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন।

ফাউচি উল্লেখ করেন, জানুয়ারিতে সংক্রমণ তীব্র হওয়ার পর এখন কমছে। কিন্তু স্বাভাবিক জীবন এখনও অনেক দূরের বিষয়।

এদিকে দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ লোক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এক কোটি ৮০ লাখ লোক টিকার দু'টি ডোজই গ্রহণ করেছে।

বাইডেন তার দায়িত্ব গ্রহণের এক’শ দিনের মধ্যে ১০ কোটি লোককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।বাসস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close