দেশে এসেছে করোনার আরও ২০ লাখ ডোজ টিকা
সময়ের আলো অনলাইন
|
![]() এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেছিলেন, একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এজন্য কখন টিকা আসছে সে বিষয় সোমবার সকালে নিশ্চিত হতে পারব। তবে এটি নিশ্চিত যে সোমবারই দেশে সেরামের টিকার দ্বিতীয় চালান আসবে। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ করোনা টিকা দেশে আসে। তবে তার আগে ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ ডোজ টিকা। উল্লেখ্য, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে কেনা তিন কোটি ডোজের দ্বিতীয় চালান এটি।
|