প্রসঙ্গ মিয়ানমার : আরও ২ জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সময়ের আলো অনলাইন
|
![]() নিষেধাজ্ঞার আওতায় আসা এই দুই সামরিক কর্মকর্তা হলেন, লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট তুন এবং জেনারেল মং মং কিয়াউ। তারা দুজনই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের (এসএসি) সদস্য। ইতোমধ্যে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা এবং গত ৯ ফেব্রুয়ারি মাথায় গুলিবিদ্ধ হওয়া এক তরুণীর পরবর্তীতে মৃত্যুর পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। |