হাত-পা বাধা বস্তাবন্দি গৃহবধুর লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
|
![]() মরদেহ উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনা স্থল থেকে তিন জনকে আটক করে থানা ফেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে দুর্গাপুর উপজেলার কাকরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার এলাকার কংস নদীর তীরে আসাদ মিয়ার ঘর থেকে শুক্লা সাহার মরদেহটি উদ্ধার করা হয়। শুক্লা সাহা ঝাঞ্জাইল এলাকার সুকুমার সাহার স্ত্রী। আটকেরা হলেন ওই ঘরের মালিক আসাদ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৩৫) ও ছেলে হৃদয় মিয়া (১৫) এবং শুক্লা সাহার বিয়াই একই এলাকার পৃথিশ পাল। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্ত শেষে তিনি জানান, শুক্লা সাহা মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে কংস নদীতে গোসলে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণেও ফিরে না আসায় তাকে খুঁজাখুজির এক পর্যায়ে পাশের বাড়ির আসাদ মিয়ার বসত ঘরে যায় তার স্বজনরা । সে ঘরে সন্দেহজনক ভাবে পাটের বস্তা খুলে হাত-পা মুখ বাধা অবস্থায় শুক্লার মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ বের করে আনে। দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম জানান, শুক্লা সাহাকে হয়ত শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ও তার মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যাবস্থা হচ্ছে বলেও জানান তিনি।
|