এজলাসে বাদীর ওপর আসামি পক্ষের হামলা
মাগুরা প্রতিনিধি
|
মাগুরায় রাজু হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। বিচারক এ রায় ঘোষণার পরপরই এজলাসে বাদীর ওপর হামলা চালিয়েছে আসামি পক্ষের লোকজন। মামলার এজাহার থেকে জানা গেছে, মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে অর্থ লেনদেনের জের ধরে ২০০৫ সালে রাজু নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে পাঁচজনকে আসামি করে নিহত রাজুর বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে মহম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘদিন শুনানির পর মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন আসামি আলতাফ হোসেন, ইদ্রিস আলী ও কাসেম মিয়ার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় প্রদান করেন। মামলার রায় শেষে বিজ্ঞ বিচারক খাস কামরায় চলে যাওয়ার পর আসামি পক্ষের লোকজন আদালতের ভেতর মামলার বাদী মাহবুবুর রহমানের ওপর হামলা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |