ষ আনন্দ সময় প্রতিবেদক
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর নির্বাচন। ২০২১-২২ মেয়াদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। নাট্যঙ্গনে জমে উঠেছে নির্বাচন। প্রার্থীরা জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক প্রচারণা। এবার নির্বাচনে ১২টি পদে ৩৪ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। সভাপতি পদে নির্বাচন করছেন অনন্ত হিরা, সালাহউদ্দিন লাভলু ও দীপু হাজরা। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এসএম কামরুজ্জামান সাগর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন চয়নিকা চৌধুরী, ফিরোজ খান ও রকিবুল হাসান চৌধুরী (পিকলু)। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন এসএম মহসিন। নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা।