আল্লাহ নামের জিকিরের শক্তি
|
হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিতÑ তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন আল্লাহ তায়ালা আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে নাজাত দেবেন, তার সামনে তার আমলনামার নিরানব্বইটি ডায়েরি খোলা হবে, প্রত্যেক ডায়েরি হবে চোখের দৃষ্টিসীমা পরিমাণ সুবিশাল। অতঃপর তিনি বলবেন, তুমি কি এর কিছু অস্বীকার করবে? আমার সংরক্ষণকারী লেখকরা তোমার ওপর অবিচার করেছে? সে বলবে, না, হে আমার প্রতিপালক! তিনি বলবেন, তোমার কোনো অজুহাত আছে কি? সে বলবে, না, হে আমার প্রতিপালক। তিনি বলবেন, নিশ্চয়ই আমার কাছে তোমার একটি নেকি রয়েছে, আজ তোমার ওপর কোনো অবিচার করা হবে না, অতঃপর একটি কার্ড বের হবে, যাতে লেখা থাকবেÑ ‘আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহু’, অর্থাৎ, ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও তাঁর রাসুল।’ তিনি বলবেন, তোমার কাজের ওজন প্রত্যক্ষ কর। সে বলবে, হে আমার প্রতিপালক, এতগুলো ডায়েরির সঙ্গে একটি কার্ড কি কাজে আসবে? তিনি বলবেন, নিশ্চয়ই তোমার ওপর অবিচার করা হবে না। তিনি বলেন, অতঃপর সবগুলো ডায়েরি এক পাল্লায় ও কার্ডটি অন্য পাল্লায় রাখা হবে, তখন ডায়েরিগুলো ওপরে উঠে যাবে ও কার্ডটি ভারী হবে। আল্লাহর নামের বিপরীতে কোনো জিনিস ভারী হবে না!’ (তিরমিজি : ২৬৩৯) |