ষ ক্রীড়া ডেস্ক
সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল জুভেন্টাস। সোমবার জোড়া গোলে তুরিনের বুড়িদের পূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের জ্বলে ওঠার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে আন্দ্রেয়া পিরলোর দল ক্রোতনেকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এই জয়ে সিরি’আ টেবিলের তিনে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।
তলানির দল ক্রোতনেকে নিজেদের আঙিনায় পাত্তা দেয়নি জুভেন্টাস। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষকে। ৩৮ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর অ্যাসিস্টে স্বাগতিকদের প্রথম লিড উপহার দেন রোনালদো। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে অ্যারন র্যামসির বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। ৬৬ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওয়েস্টন ম্যাককেনি।
ইতালির টপ-ফ্লাইটে প্রত্যেকে দলের বিপক্ষেই গোল পাওয়া হলো পর্তুগিজ যুবরাজের। ক্রোতনের বিপক্ষে এদিন জোড়া গোল করে সিরি’আয় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তার গোলসংখ্যা ১৮, এক গোল কম নিয়ে দুইয়ে রোমেলু লুকাকু। রোনালদোর এমন পারফরম্যান্সে হুমকিতে জøাতান ইব্রাহিমোভিচের একটি রেকর্ড। ৭৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। রোনালদো পেলেন ৭৮টি দলের বিপক্ষে।