ষ ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উপুল থারাঙ্গা। মঙ্গলবার এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০১৯ সালে ওয়ানডে খেলা ক্রিকেটার। তিনি বলেন, ‘পুরনো প্রবাদটি যেমন চলেছেÑ সমস্ত ভালো জিনিসের অবশ্যই অবসান হওয়া উচিত। আমি বিশ^াস করি যে ১৫ বছর ধরে খেলায় আমার সবটা দেওয়ার পর এই মুহূর্তে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর সময় এসেছে।’
৩১ টেস্টে ৩ সেঞ্চুরি এবং ৮ হাফ সেঞ্চুরিতে ২১.৮৯ গড়ে ১ হাজার ৭৫৪ রান করেছেন থারাঙ্গা। ২০০৫ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার এবং ২০১৭ সালে পাল্লাকেল্লেতে একই প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন লঙ্কান ব্যাটসম্যান। ওয়ানডে ফরম্যাটেই বেশি সফল ছিলেন থারাঙ্গা। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর মোট ২৩৫ ওয়ানডেতে ৩৩.৭৪ গড়ে তিনি করেন ৬ হাজার ৯৫১ রান। সেঞ্চুরি ছিল ১৫টি এবং হাফ সেঞ্চুরি ৩৭টি।