ই-পেপার বিজ্ঞাপনের তালিকা মঙ্গলবার ৯ মার্চ ২০২১ ২৩ ফাল্গুন ১৪২৭
ই-পেপার মঙ্গলবার ৯ মার্চ ২০২১

আটালান্টার সামনে চোটজর্জর রিয়াল
প্রকাশ: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ পিএম | প্রিন্ট সংস্করণ  Count : 16

ষ ক্রীড়া ডেস্ক
কেবল লম্বা নয় চোটের তালিকা, নামগুলোও বেশ বড়। ইনজুরিতে মাঠের বাইরে নিয়মিত খেলোয়াড়দের ৯ জনÑ সার্জিও রামোস, করিম বেনজেমা, মার্সেলো, আলভারো ওদ্রিওহোলা, ইডেন হ্যাজার্ড, রদ্রিগো, ফেদেরিকো ভালভার্দে, দানি কারভাহাল এবং এদের মিলিতাও। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ এমনই ‘চোটজর্জর’ রিয়ালকে আতিথেয়তা দেবে আটালান্টা। একই রাতে একই মঞ্চে অদম্য ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বরুসিয়া ম’গ্লাডবাখ।
খেলোয়াড়দের চোটের ভিড়ে শক্তি কমেছে রিয়ালের, তবে জয়ের ধারাতেই স্প্যানিশ জায়ান্টরা। খুব দাপুটে না হলেও টানা চার জয়ের স্বস্তি নিয়ে ইউরোপ সেরার মঞ্চে নামবে লা লিগা চ্যাম্পিয়নরা এবং প্রতিযোগিতামূলক লড়াইয়ে প্রথমবার মুখোমুুখি হবে আটালান্টার। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দারুণ রেকর্ড রিয়ালের; সবশেষ পাঁচটির প্রত্যেকটি জিতেছে টুর্নামেন্ট ইতিহাসে টানা সর্বোচ্চ ২৪ মৌসুমে নকআউট পর্বে ওঠা দলটি।
তাই খর্বশক্তির রিয়ালকে নিয়েও সর্বোচ্চ সতর্ক জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। আটালান্টা কোচ বলেন, ‘রিয়াল বিশে^র সবচেয়ে বেশি শিরোপা জেতা দল, তাদের আয় বেশি এবং শক্তিও। এমন একটি ক্লাবের সঙ্গে খেলতে পারা আটালান্টার জন্য গবের্র। তারপরও মাঠের ম্যাচটি নিয়ে আমাদের ভাবতে হবে।’ রিয়াল কি ভয়ের কারণ? এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান কোচের ভাষ্য ছিল এমন, ‘তাদের এই প্রতিযোগিতা খেলার অভ্যাস রয়েছে। তাই কিছু খেলোয়াড় না থাকলেও তারা খুব বিপজ্জনক।’
তিনি যোগ করেন, ‘তাদের যে কেউ শুরু থেকে মাঠে নামতে প্রস্তুত। তাই মাঠে নেমে ভালো ছাপ রাখতে চাই আমরা।’ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট নিশ্চিত করা আটালান্টার হারানোর কিছুই দেখছেন না গ্যাসপেরিনি, ‘আমাদের (চ্যাম্পিয়ন্স লিগে) এই ম্যাচগুলো অভ্যাস নেই। তবে এখানে ইতোমধ্যে তারা আমাদের চেয়ে অধিক উন্নত দলের বিপক্ষে খেলেছে। আমাদের কাছে এটি একটি ইভেন্ট হিসেবে রয়ে গেছে এবং নিজেদের মধ্যে কিছু উদ্দীপনাও কাজ করছে।’
অপরদিকে অগ্নিপরীক্ষার মুখে বরুসিয়া ম’গ্লাডবাখ। একে তো করোনা আতঙ্কে তাদের হোম ম্যাচটি খেলতে হবে নিরপেক্ষ ভেন্যু বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। তার ওপর আবার প্রতিপক্ষ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে শীর্ষে থাকা ম্যানসিটি। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে জয়রথে চেপে রেকর্ড ভাঙা-গড়ার নেশায় মেতে ওঠা সিটিজেনদের বিপক্ষে আজ সপ্তমবারের মতো (ইউরোপিয়ান প্রতিযোগতিায়) মুখোমুখি হবে বুন্দেসলিগার ক্লাবটি।
কঠিন ম্যাচটি শিষ্যদের উপভোগ করার আহ্বান জানিয়েছেন ম’গ্লাডবাখ কোচ মার্কো রোজ। ৪৪ বছর বয়সি এই জার্মান বলেন, ‘ছেলেরা বিশেষ এই সন্ধ্যা (ম্যাচ) অর্জন করেছে। সবকিছুর ঊর্ধ্বে এমন ম্যাচ জয়ের ইচ্ছা। ক্লাবের জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এখন এখানে (শেষ ষোলোতে)। ছেলেদের অবশ্যই এটা উপভোগ করা উচিত। আমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে এবং প্রচুর সাহস আর আবেগ নিয়ে খেলতে হবে।’
ইতোমধ্যে প্রতিপক্ষের দুর্বলতাও খুঁজে পেয়েছেন রোজ। সেটা সামনে তুলে ধরে তিনি বলেন, ‘যদি এমন কিছু থাকে যা ম্যানচেস্টার সিটি পছন্দ করে না, তবে সেটা বল দখলে না থাকা। তাই আমাদের সাহসের সহিত খেলতে হবে এবং ধৈর্য সহকারে আত্মরক্ষা করতে হবে। প্রত্যাশাটা বিশাল। আমাদের এখনই বিশে^র সেরা দলটির সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ রয়েছে এবং এটি মজার হবে।’
সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, নির্বাহী সম্পাদক : শাহনেওয়াজ দুলাল, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে
প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]