বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করে বিপাক বাড়ল মমতার মুকুল বসু কলকাতা
|
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে আদর্শ হিসেবে দেখিয়ে মন্তব্য করতে গিয়ে বিপাক বাড়ল পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত রোববার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বঙ্গবন্ধুর (শেখ মুজিবুর রহমান) মতো তিনি লড়াই করতে চান জেলে থেকে এবং জিততে চান। সে ক্ষেত্রে জয় বাংলা সেøাগান দিয়েই তিনি লড়াই চালিয়ে যেতে চান। আর এখানেই বিজেপির তোপের মুখে পড়েছেন মমতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, কেন পিসি (মমতা) নেতাজি, ঋষি অরবিন্দ, রাসবিহারী বোস বা ক্ষুদিরামের মতো লড়তে চাইছেন না? মুজিবুর রহমান বাংলাদেশ তৈরি করেছেন। তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন? অমিত মালব্য কটাক্ষ করে বলেন, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রসঙ্গ তুলে কি তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলিম ভোটব্যাংককে কোনো বার্তা দিতে চাইছেন? এদিকে গত রোববার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যের নাম বাংলা করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। দেখতে দেখতে চার বছর হয়ে গেল। এখনও কিছুই হলো না। এরপরই তিনি প্রশ্ন তোলেন, আমাদের রাজ্যের নাম বাংলা হবে না কেন? পাশে বাংলাদেশ আছে বলে? তা হলে তো পাকিস্তানেও পাঞ্জাব আছে। তবে এদেশে পাঞ্জাব নাম হলো কী করে? এরপরই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ওদের উচ্চ-মধ্য থাকতে পারে, কিন্তু শুধু বাংলার বেলাতেই সমস্যা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গবন্ধু বক্তব্যের বিষয়টিকে যেভাবে অমিত মালব্য উপস্থাপন করে দিয়েছেন তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, যা ভোটের বাজারে মেরুকরণের রাজনীতির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এর আগেও বাংলাদেশ এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করেছে বিজেপি। এবার বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো বিজেপির আইটি সেলের প্রধানের তোপের মুখে পড়ে গেলেন মমতা। |