ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় পাওনা এক হাজার টাকা চাওয়ায় সেলুনের ক্ষুর দিয়ে পাওনাদার বন্ধুর গলা কেটে দিয়েছে নাপিত বন্ধু। সোমবার রাতে বামুনিয়া কাছারি বাজারে শওকত আলীর (৪০) গলা কেটে দেয় সুবাশ শর্মা (৩৮)। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সুবাশকে আটক করে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। শওকত আলীর থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে মধ্য খামার বামুনিয়া এলাকার শীষ মোহন শর্মার ছেলে সুবাস শর্মার কাছারি বাজারের সেলুনের দোকানে যায় তার বন্ধু পূর্ব বারবিশা এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে শওকত আলী। শওকত আলী তার পাওনা এক হাজার টাকা সুবাশের কাছে ফেরত চায়। সুবাশ টাকা দিতে অপারগতা জানায়। এতে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলুনে রাখা ক্ষুর দিয়ে শওকতের গলা কেটে দেয় নাপিত সুবাশ। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে শওকত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী সুবাশকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।