ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত
সময়ের আলো অনলাইন
|
![]() মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এ সহিংসতাকে অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে দেশটির সরকার। ইকুয়েডরের তিনটি শহরের পৃথক তিনটি জেলখানায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ইকুয়েডরের কারাকর্তৃপক্ষের পরিচালক এডমুন্ডো মনকায়ো বলেন, জেলখানার ভেতরে অপরাধমূলক আধিপত্য ধরে রাখতে দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু ঘটেছে। কারাগারে সংঘর্ষের ঘটনা ইকুয়েডরে প্রায়ই ঘটে থাকে। গত ডিসেম্বরে লাটাকুঙ্গার জেলখানায় সংঘর্ষে পাঁচ বন্দি নিহত হয়।
|