যৌতুক না পেয়ে আত্নসত্তা গৃহবধূ হত্যার অভিযোগ
গাজীপুর সংবাদদাতা
|
যৌতুক হিসেবে দাবি করা অর্থ না পেয়ে অন্তঃসত্ত¡া এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ^শুর-শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকার পশ্চিম চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত গৃহবধূ জান্নাতুল (২৩) সিরাজগঞ্জ সদরের শাহেদ নগর এলাকার উজ্জ্বল বেপারির মেয়ে। তিনি স্বামী রাজীব আহমেদের সঙ্গে পশ্চিম চান্দনা এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাজীবও একই কারখানায় চাকরি করতেন। নিহত গৃহবধূর চাচা তোফাজ্জল হোসেন মিলন জানান, আড়াই বছর আগে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার রহমত আলীর ছেলে রাজীব আহমেদের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত¡া ছিল। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে স্বামী রাজীব এবং শ^শুর-শাশুড়ি মিলে নানাভাবে নির্যাতন করত। তাদের চাহিদা মতো প্রথমে ৩০ হাজার, পরে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়। সম্প্রতি তারা আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। টাকা না দিতে পারায় জান্নাতুলের ওপর চালানো হতো নির্যাতন। তিনি আরও বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকার জন্য জান্নাতুলকে মারধর করা হয়। এক পর্যায়ে তার পেটে লাথি দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে রশি দিয়ে গলায় বেঁধে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয়। প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। |