বাংলাদেশের পোশাক খাতের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে পোশাক মালিকদের অন্যতম বড় সংগঠন বিজিএমইএ-এর নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সভাপতি ড. রুবানা হক। এ খাতের শীর্ষ জোট ‘ফোরাম’-এর একজন প্যানেল সদস্য হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর অংশ হিসেবে শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ফোরামের প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় ফোরাম প্যানেল লিডার এ. বি. এম সামছুদ্দিনও উপস্থিত ছিলেন।
পুনরায় বিজিএমইএ নির্বাচনে জয়ী হলে পোশাক শিল্পের উন্নয়নে নিজের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গীকার করে ড. রুবানা হক বলেন, ‘করোনা মহামারীকালে আমাদের পোশাক শিল্প একটা কঠিন সময় পার করছে। সবাই মিলে দেশের অন্যতম বৃহত্তম রপ্তানি আয়ের এই খাতটির উন্নয়নে কাজ করা অত্যন্ত জরুরি। আর আমরা তাই করতে চাই।’