পাহাড়ে যাওয়ার প্রস্তুতি
মনিরা নওরোজ সেতু
|
এবার আসি জুতার বিষয়ে। ট্রেইলে দেখেছি প্রচুর মানুষ ছেঁড়া জুতা নিয়ে যুদ্ধ করছেন। পাহাড় এবং পা এই দুইটা একে অন্যের সঙ্গে জড়িত। ভালো মানের জুতা কিনুন। সাথে মোজা ব্যবহার করুন। পায়ে ফোস্কা হবে না। ঐ দুই টাকা সেইভ-এর থেকে আপনার একটা আরামদায়ক ট্রেক অনেক গুরুত্বপূর্ণ। ট্রেইলে নামলাম আর গায়ের জোরে সব মেরে দিলাম, খেয়ে দিলাম এই ধ্যান-ধারণা নিয়ে ট্রেক শেষ হয়তো করা যায়, কিন্তু যেখানে সঠিক পরিকল্পনা নেই, সেখানে সাফল্যকে ঠিক সাফল্য বলা যায় না। যেখানে সঠিক পরিকল্পনা নেই, সেখানে সাফল্যকে ঠিক সাফল্য বলা যায় না এবার মেয়েদের নিয়ে কিছু বলতে চাই। দুঃখজনক হলেও সত্য যে, এসব ট্রেইলে অধিকাংশ মেয়েরা যায়, তাদের পরিচিত এবং আস্থার কিছু ভাই-বন্ধুর ভরসায়। হ্যালো গার্লস, নিজে চলাটা আগে শেখেন, তাতে শুধু পাহাড়েই নয়, পুরো জীবনেই কাজে লাগবে। একবার ভাবুন তো কাউকে হাত ধরে ধরে, ‘এখানে পা রাখো, ওখানে হাত রাখো’ এভাবে একটা লম্বা, রিস্কি পথ পার করতে আপনার মানসিক এবং শারীরিক অবস্থা কেমন দাঁড়াবে? তাই কোনও ট্রেকে যাবার আগে সেটা নিয়ে খানিকটা পড়ালেখা করে নিন। নিজেকে কিছুটা মজবুত করতে প্রতিদিন জগিং করতে পারেন। সঙ্গে হালকা এক্সারসাইজ। নারীদের জীবনচক্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে পিরিয়ড। অনেকেরই হয়তো ডেট ঠিক থাকে না, কিন্তু ট্রেকের শারীরিক-মানসিক চাপে ট্রেকের সময় সেটা হয়ে যায়। তাই ঘুরতে গেলে এই প্রস্তুতি অবশ্যই রাখতে হবে সাথে। রাখবেন ওয়েট টিস্যু। যদি সেই সময় বিশেষ কোনও মেডিসিন খান, সেটাও নিতে ভুলবেন না। তাই লম্বা ট্রেইলে নামার আগে সঙ্গে রাখুন- ১. হেড ল্যাম্প ২. ভালো জুতা, মোজা ৩. পরিমাণ মতো খাবার, পানি ৪. আগুন জ্বালাবার লাইটার ৫. একটা নাইফও রাখতে পারেন ৬. কমপক্ষে ১০ লিটার-এর ডে ব্যাকপ্যাক আর অবশ্যই ময়লা-আবর্জনা ট্রেইলে ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। স্থানীয় মানুষদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। অনুমতি ছাড়া তাদের ছবি তোলা উচিত নয়। |