ভৈরবে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
|
![]() দৈনিক সময়ের আলো’র ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পত্রিকাটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভৈরব প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা,পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ, সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বাংলাভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, দৈনিক আজকালের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাছুম, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মো.আক্তারুজ্জামান, দৈনিক বাংলাদেশ জার্নাল প্রতিনিধি আব্দুর রউফ, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, এসটিভির প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, মাইটিভির প্রতিনিধি শাহানুর রহমান, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মিলাদ হোসেন অপু, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আফছার হোসেন তূর্যা, শামীম আহমেদ জয়, ইমন, প্রিন্স আহমেদ সারোয়ার, মিতু প্রমূখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন দৈনিক সমকালের প্রতিনিধি নজরুল ইসলাম রিপন। পত্রিকাটির সফলতা কামনা করে আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি পাঠকদের চাহিদা পূরণে সমর্থ হয়েছে। আর সে জন্যই মাত্র দুই বছরের মাথা দেশের অন্যান্য পাঠকপ্রিয় পত্রিকাগুলোকে পিছনে ফেলে দেশের সেরা ১০ পত্রিকায় তাদের স্থান করে নিয়েছে। পত্রিকাটি তার লেখনি দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বক্তারা পত্রিকাটির ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তরা। |