বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবে সৌরভের ‘না’
সময়ের আলো অনলাইন
|
![]() সৌরভ জানান, বিজেপিতে যোগ দেবেন না তিনি। মূলত কোনো দলেই যোগ দিতে রাজি নন সৌরভ। রাজনীতির মাঠে আপাতত নামার কোনো ইচ্ছা নেই তার। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৌরভ এখনই রাজনীতির ময়দানে ব্যাট করতে আগ্রহী নন। সৌরভ তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজেপি হাইকম্যান্ডকে জানিয়েও দিয়েছেন। উল্লেখ্য, কলকাতায় তৃণমূলের প্রভাব কমাতে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপক্ষে হেভিওয়েট সেলিব্রেটিদের দাঁড় করাতে। যার পরিপ্রেক্ষিতে সৌরভকে বিজেপি প্রস্তাব দিয়েছিল নিজেদের দলে ভিড়াবার। কিন্তু সে প্রস্তাবে তিনি সরাসরি না করে দিয়েছেন।
|