অস্ট্রেলিয়ারগামী টিকার চালান আটকে দিল ইতালি
সময়ের আলো অনলাইন
|
![]() ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিয়ম অনুযায়ী, টিকা সরবরাহকারী কোনো কোম্পানি যদি ইইউর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্ট দেশে টিকার রপ্তানি বন্ধ করে দিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও ইতালি প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে। ইতালি এক বিবৃতিতে বলেছে,অস্ট্রেলিয়া ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই। ইইউ ও ইতালিতে টিকার ঘাটতি রয়েছে। ইতালি ও ইইউতে সামগ্রিকভাবে যে টিকা সরবরাহ করা হয়েছে তার তুলনায় অস্ট্রেলিয়া রপ্তানির জন্য আবেদন করা এই চালানটি অনেক বড়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম, টিকা সরবরাহকারী কোনো কোম্পানি যদি ইইউর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয় তাহলে রপ্তানি বন্ধ করে দিতে পারবে।
|