তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১
সময়ের আলো অনলাইন
|
![]() বৃহস্পতিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের বলে গণমাধ্যমকে জানায় দেশটি। জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাআরও ২ জন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|