ময়মনসিংহের ভালুকায় এলএনবি অটোমোবাইলস নামক শোরুম থেকে গাড়ি বিক্রির প্রতারণার হাত থেকে বিচার পেতে সাংবাদিক সম্মেলন করেছেন ভালুকার বিশিষ্ট খাদ্য ব্যবসায়ী নুরুল ইসলাম কাজল (বিশ্বাস কাজল)। ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার দুপুরে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী বিশ্বাস কাজল অভিযোগে বলেন, গাড়ির শোরুমের মালিক সুলতান আহম্মেদের নিকট থেকে গত ২৩ মে ২০২০ তারিখে ৩২ লক্ষ ২৫ হাজার টাকায় একটি প্রিমিও এফ ব্যান্ডের প্রাইভেট কার ক্রয় করেন। ওই সময় নগদ দেয়া হয় ১৫ লক্ষ ও পরে দেয়া হয় আরো ৫ লক্ষ টাকা। বাকি টাকার জন্য শোরুম মালিক ২টি খালি চেকের পাতা জামানত হিসেবে রাখেন। ১ মাস না যেতেই গাড়ি নষ্ট হয়ে গেলে তাকে জানালে সুলতান আহম্মেদ গাড়ির কাজ করে দিবেন বলে ওই গাড়ি শোরুমে নিয়ে আসতে বলেন।
ভুক্তভোগী বিশ্বাস কাজল সরল বিশ্বাসে শোরুমে গাড়ি নিয়ে গেলে কাজের সময় চেয়ে গাড়ি রেখে দেন। এখন শোরুমের মালিক সুলতান আহম্মেদ তাকে গাড়ি না দিয়ে উল্টো ওই ব্যবসায়ী বিশ্বাস কাজলকে ফাসিয়ে দিতে তার নামে ৩২ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা করেছেন। তিনি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গাড়ির শোরুমের মালিক সুলতান আহম্মেদের বিচার দাবি করেন। সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাব সভাপতিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।