ষ কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সভাকক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ২৬তম সভা বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৪১টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার-বিশ্লেষণ করে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩৩টি ইমারতের নকশা অনুমোদিত হয় তন্মধ্যে ১৫টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। বাকি ৮টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধনপূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি-প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মাণ করবেন। ভবন মালিকরা ভবনের নির্মাণকাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেওয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করে তা হলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।