বরিশালে অভিজাত পোশাক বিতান টপ টেনের শোরুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। টপ টেনের বরিশাল শাখা ব্যবস্থাপক ইমরান শেখ বাদী হয়ে সোমবার দুপুরে ৫ জনের নামোল্লেখসহ ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর এবং লুটের অভিযোগ করা হয়েছে। হামলার সময় আটক ৫ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন টপ টেন কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। রোববার সন্ধ্যা ৬টা নগরীর সদর রোডের টপ টেন শোরুমে প্রায় ৪৮ মিনিটব্যাপী হামলা-ভাঙচুর ও লুটপাট করে একদল যুবক। তবে ভাঙচুর এবং লুটের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি টপ টেন কর্তৃপক্ষ।