নিশো-মেহজাবিনের ‘মহব্বত’
সময়ের আলো অনলাইন
|
![]() নির্মাতা রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার আগের বিশেষ চমক হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
|