স্বপ্নধরা স্টুডিও এর উদ্যোগে ১১ শিল্পীর গায়কিতে ১১ কালজয়ী গান
নিজস্ব প্রতিবেদক
|
![]() গুণী সঙ্গীত পরিচালক সজীব দাসের সঙ্গীত আয়োজনে গানগুলো নতুন করে রেকর্ড করা হয়। সম্পুর্ন নতুন আয়োজনে গানগুলি নতুন করেই সবার সামনে উপস্থাপন করা হবে। সময়ের ব্যবধানে যে সকল গান হারিয়ে যায়নি আমাদের হৃদয় থেকে। গান গুলোতে কণ্ঠ দিয়েছেন, সফি মন্ডল, ফাহমিদা নবি, মিলন মাহমুদ, সন্দীপন দাস, লিজা, বিউটি, কেয়া রহমান, পুস্পিতা, লায়লা, ঈশিতা এবং আর জে রাজু। স্বপ্নধরা স্টুডিও’র মাধ্যমে গানে ফিরছেন ঈশিতা। তিনি বলেন, অনেক ভালো লাগছে এ প্রযেক্টে কাজ করে, অনেক দিন পর গাইলাম আশা করি গানটি সবার ভালো লাগবে। ফাহমিদা নবি বলেন , রাজুকে আমি চিনি বহুদিন থেকে, ওর এই প্রজেক্টা সত্যি অসাধারন হয়েছে, আমার খুবি ভালো লেগেছে কাজ করে। বাকিটা শ্রোতাদের জন্য তোলা থাকলো। এ ছাড়া সফি মন্ডল, লিজা লায়লা সকলেই স্বপ্নধরা স্টুডিও নিয়ে তাদের আশাবাদ ব্যাক্ত করেন। সাম্প্রতি ঢাকার একটি শুটিং হাউজে শেষ হয়েছে স্বপ্নধরা স্টুডিও’র ভিডিও শুটের কাজ। কথা হয় এই প্রযেক্টের ডিরেক্টর আর জে রাজুর সাথে, তিনি বলেন, এই প্রোজেক্ট আমার একটি স্বপ্নের প্রোজেক্ট বহুদিন ধরে আস্তে আস্তে কাজটি গুছিয়ে নিয়ে করেছি, সবাই খুবই আন্তরিক ভাবে কাজ করেছেন। এই কাজের জন্য হাউসফুল ইন্টারটেইনমেন্টের পুরো টিমকে ধন্যবাদ। খুব জলদি হাউসফুল ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানগুলো আপলোড করা হবে।
|