বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশী'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী আজ বুধবার এক শোক বার্তায় বলেন, করোনার কাছে হার মানলেন কিংবদন্তী লোকগানের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। তিনি আজ চিকিৎসাধীন অবস্থায় আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে' একজন কণ্ঠযোদ্ধা হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে বাংলা লোকগানের জগতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবে না। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার চিরশান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।