ষ সাতকানিয়া প্রতিনিধি
মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রথম দিন ১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা এবং দ্বিতীয় দিন ৪৬ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া ইউএনও মো. নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম। ৫ এপ্রিল উপজেলার ছমদিয়া পুকুরপাড়, গোয়াজর পাড়া, ঠাকুরদীঘি, হাসমতের দোকান, সাতকানিয়া রাস্তার মাথা, মৌলভীর দোকান ও কেরানীহাটে অভিযান পরিচালনা করে জরিমানা ১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা এবং ৬ এপ্রিল পৌরসভা, দেওদীঘি, ফুলতলা বাজার, জোট পুকুরিয়া বাজার ও বাংলাবাজারে অভিযান পরিচালনা করে ৪৬ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, সরকার নির্দেশ দিয়েছে লকডাউন বাস্তবায়ন করতে হবে এবং মাঠ প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং জেল ও জরিমানা করবে। আমি সেটা বাস্তবায়ন করছি এবং কিছুটা সফল পাচ্ছি। আমি রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরেছি। মোবাইল কোর্ট করে জরিমানা করা হচ্ছে। আমরা কিন্তু মানবিক দিক বিবেচনা করে জেল দিচ্ছি না। লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।