ষ ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী। বুধবার ভোরে মহেশপুর ভারতীয় সীমান্তের মকরধ্বজপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার ৫১/১ এ এর কাছে অভিযান চালিয়ে ৫ নারী ও ৫ পুরুষকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তাদের বাড়ি মুন্সীগঞ্জ, ঝিনাইদহ, শরীয়তপুর ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা হয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।