সেলিম-রোজী দম্পতি করোনায় আক্রান্ত
সময়ের আলো অনলাইন
|
![]() গত মার্চ মাসের শেষের দিকে রোজী সিদ্দিকীর করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিমও। পরের দিনই তারা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়াও শোবিজ জগতের আও অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন।
|