ভারত থেকে নিউজিল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা
|
সময়ের আলো ডেস্ক : ভারত থেকে নিউজিল্যান্ড প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েলিংটন জানিয়েছে, আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না। বর্তমানে ভারতে অবস্থানরত নিউজিল্যান্ডদের জন্যও এ আদেশ প্রযোজ্য হবে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড সীমান্তে ২৩ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস শনাক্ত হয়। ওই ২৩ জনের মধ্যে ১৭ জনই ভারতের নাগরিক। এরপরই দেশটি থেকে নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জাসিন্ডা আরডার্ন সরকার। অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জাসিন্ডা বলেন, ভারত থেকে পর্যটকদের নিউজিল্যান্ডে প্রবেশ আপাতত স্থগিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসিন্ডা বলেন, এটি কোনো দেশভিত্তিক পর্যালোচনা নয়। সিএনএন। |