ষ কলকাতা প্রতিনিধি
পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের ভোট বাজারে পা রেখেছে আসাদুদ্দিন ওয়েইসির দল মিম। বাংলার সাতটি আসনে ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা দিয়েছে তারা। মূলত বাংলায় সংখ্যালঘু ভোটব্যাংককে টার্গেট রেখে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী দিয়েছে তারা। এদিকে বিহারে ভালো ফল করার পরেই মিম বাংলায় পা রাখতে চলেছে এটা জেনেই মিমকে তীব্র আক্রমণ শানাতে শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যের একাধিক প্রচার মঞ্চ থেকে মমতা মিম ও মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিকে তীব্র আক্রমণ করেন। এবার ভোটের ময়দানে দাঁড়িয়ে মমতাকে পাল্টা জবাব দিলেন আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, যিনি মুসলিমদের কথা ভাবেন বলে দাবি করেছেন তিনি কেন গুজরাট দাঙ্গার সময় একটিবারও মুখ খোলেননি? ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় মুখে কুলুপ এঁটে বসেছিলেন কেন? ওয়েইসি বলেন, মমতাকে মন্ত্রিত্ব দিয়েছিল বিজেপি সরকার। তিনি বিজেপি সরকারের হয়ে মন্ত্রী হয়েছিলেন। ২০০৪ সালে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা। তিনিই প্রথম বাংলার মাটিতে বিজেপির পথকে প্রশস্ত করে দিয়েছিলেন।