ষ ক্রীড়া প্রতিবেদক
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হারলেও সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জামাল ভূঁইয়াদের। দুই ধাপ এগিয়ে তালিকার ১৮৪ নাম্বারে উঠে এসেছে লাল-সবুজ দল। নেপালে ওই টুর্নামেন্টে তিন ম্যাচ খেললেও দুটো বিবেচনায় নিয়েছে বিশ^ ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। কারণ একটি ম্যাচ ছিল কিরগিজস্তান অলিম্পিক দলের (অনূর্ধ্ব-২৩) বিপক্ষে।
ফিফার বিবেচ্য ম্যাচ দুটোর একটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ এবং অপরটি হেরেছিল ২-১ ব্যবধানে (ফাইনালে)। অপরদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে নেই পরিবর্তন। তালিকার চূড়ায় থাকা বেলজিয়ামের পরে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন। অবনমন হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসিদের আটে নামিয়ে সপ্তম স্থান দখলে নিয়েছে ইতালি। শীর্ষ দশে পরের দুই স্থান যথাক্রমে উরুগুয়ে আর ডেনমার্ক।